নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে আরো ১৮ বীর মুক্তিযোদ্ধাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আজীবন হোন্ডিং কর মওকুফের সনদ, সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় গোদনাইল এসও রোড ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল কর মওকুফের এ সনদ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। আজীবন হোন্ডিং কর মওকুফের সনদ ও সম্মাননা ক্রেষ্ট প্রাপ্ত মুক্তিযোদ্ধারা নাসিক ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সস্পাদক কাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাজান ভুঁইয়া, জুলহাস, ডেপুটি কমান্ডার সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী, নবীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মোল¬া, বীরমুক্তিযোদ্ধা আঃ মতিন সাউদ, থানা আওয়ামীলীগের সদস্য ফজলুল হক মনি মোঃ জালাল উদ্দিন, মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সাউদ ইবনে মাসুদ, মামুন মন্ডল, সাউদুল মন্ডল, ওসমান, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নাসিক ৬নং ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজের বিভিন্ন দিক তুলে কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, আমি জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আমার ওয়ার্ডে বাসীর জন্য সামাজিক উন্নয়ন কাজ করে চলছি এবং উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে, উন্নয়নের স্বার্থে তিনি ওয়ার্ডবাসীকে সঠিক সময়ে কর পরিশোধ করারও অনুরোধ করেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাঙ্গালী জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। একটি স্বাধীন দেশ দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফ করার সদন দিচ্ছে নাসিক। পরে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান ১৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সিটি কর্পোরেশনের আজীবন কর মওকুফের সদন ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান।