বিজয়বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ছাত্রীদের উক্তত্যের প্রতিবাদ করায় এক শিক্ষকের উপর হামলা চালিয়েছে স্থানীয় বখাটে সন্ত্রাসী নিজাম (২০) ও শুভ মিয়া (২০)। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে মহানগরের সিদ্ধিরগঞ্জ গোদনাইল লক্ষীনারায়ণ কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বখাটে সন্ত্রাসীদের হামলায় আহত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ দাস। এ ঘটনায় প্রধান শিক্ষক বিকাশ চন্দ দাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে দুপুরে সন্ত্রাসী নিজামের বাবা হেলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এছাড়াও খবর পেয়ে র্যাব ১১’র একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রধান শিক্ষক বিকাশ চন্দ দাস গনমাধ্যমের কর্মীদের জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় সন্ত্রাসী নিজাম ও শুভ পরীক্ষার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলো। তাতে আমি বাধা দিলে ওই সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এ সময় অন্যান্য ছাত্র ও শিক্ষকরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষন পর নিজাম ও শুভর নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসীরা তারা দেশী অস্ত্র ও রামদা নিয়ে ২০-২৫ জন সন্ত্রাসী বিদ্যালয়ের ভেতরে অফিস কক্ষে ডুকে আমার উপর হামলা করতে চায়। এসময় ছাত্র/ছাত্রীরা চিৎকার দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মু. সরাফত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে অভিযুক্তদের সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য এক অভিযুক্ত নিজামের বাবা হেলাল মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।