নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
“সুন্দর সময়ের পথে” এই অঙ্গিকার নিয়ে সিদ্ধিরগঞ্জে নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বিকেলে চৌধুরীবাড়ি এলাকায় নবাব চাইনিজ রেষ্টুরেন্ট মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দৈনিক আমাদের সময় সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ নিউজ ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (সেকেন্ড অফিসার) জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আয়েত আলী ভূইয়া ও সমাজ সেবক শিক্ষানুরাগী রফিকুল ইসলাম মুন্না। এ সময় উপস্থিত ছিলেন- আমদের সময় ডটকম জেলা প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, সকালের খবর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ফরহাদ, দৈনিক সকাল বার্তার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি কাজি আলমাস, আমার সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, ফটো সাংবাদিক বিশাল আহমেদসহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সময় অল্প কথায় ভালো সংবাদ পরিবেশন করে। এই পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। সঠিক ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনই ‘সুন্দর সময়ের পথে’ এগিয়ে যাচ্ছে তারই বিরল দৃষ্টান্ত। আমরা সকলে আমাদেও সময় পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।