বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল সহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে সদর উপজেলার গোদাইল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কামাল, সাইদুর রহমান মানিক, রোমাজ্জল হোসেন জামাল ও হারুন বেপারী তারা বিভিন্ন জেলার বাসিন্দা। দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (ক) সার্কেল নাজমুল হাসান।
তিনি বলেন, নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে গোদনাইল পশ্চিমপাড়া বায়তুল আকসার জামে মসজিদের নির্মাণধীন কাজের রড ট্রাক দিয়ে ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় মসজিদ কমিটির সদস্য আইয়ুব আলী বাদী হয়ে মামলা করলে। তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।