নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ২ যুবককে আটকে রেখে ১৬ লাখ টাকা মুক্তিপন দাবি করেছে অপহরনকারীরা। অপহৃতরা হলো- ঢাকার তুরাগ এলাকার মৃতঃ মোবারক হোসেনর ছেলে সাইদুল ইসলাল ও তার বন্ধু কোরেশ আলী মাষ্টানের ছেলে বারি। অপহৃত ও অপহরনকারীরা পূর্ব পরিচিত। গত সোমবার রাতে পাইনাদি নতুন মহল্লা এলাকায় সাইদুল ও বারি অপহরনকারীদের সাথে দেখা করতে এলে তারা তাদেরকে একটি বাড়িতে আটকে রাখে। পরে তারা ওই দুই অপহৃতার পরিবারের সাথে যোগাযোগ করে ১৬লাখ টাকা মুক্তিপন দাবি করে। এক পর্যায়ে তাদের পরিবারের লোকজন ২ লাখ টাকা দিতে সম্মত হয়। কথা অনুযায়ী তারা প্রথম ধাপে ২টি বিকাশ নাম্বারে ৫০ হাজার ও ২৫হাজার টাকা পাঠায়। এদিকে বুধবার বিকেলে অপহৃতাদের পূর্বের বাসা থেকে অনত্র নেয়ার পথে বারি অপহরনকারীদের জিম্মিদশা থেকে পালিয়ে যায়। পরে সে থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টায় অপহৃতা সাইদুলকে উদ্ধার করে। এ সময় পুলিশ ৭ অপহরনকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটক অপহরনকারীরা হলো- সবুজ (২৫), রবি (১৯), রনি (২৫), রুমান (২৮), সোহেল (২৬), ইমাম (২৫) ও ফজলে রাব্বি (২৮)। পরে পুলিশ অপহরনকারীদের দেয়া বিকাশ একাউন্টের সিম জব্দ করে ৪২হাজার টাকা উত্তোলন করে নিয়ে আসে। তবে পুলিশ ওই ৪২হাজার টাকা থেকে ২৩ হাজার টাকা মামলার জব্দ তালিকায় নথিভুক্ত করে।
এদিকে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম ৪২ হাজার টাকা উত্তোলনের বিষয়টি সঠিক নয় বলে জানান। তাবে আটকে রেখে মুক্তিপন আদায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় অপহৃত সাইদুল বৃহস্পতিবার সকালে বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মু. সরাফত উল্লাহ অপহরনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরনকারীরা দূধর্ষ পকৃতির। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।