নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল বিরোধী মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মটর চালকলীগ। রোববার সকাল ১১টার দিকে শিমরাইল মোড় থেকে মহাসড়কে মিছিলটি বের হয়। পরে শিমরাইল ইউর্টান হয়ে ট্রাক স্ট্যান্ড প্রদিক্ষন করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মটর চালকলীগের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সভা করে নেতাকর্মীরা। জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মো: রফিকুল ইসলামের নেতৃত্বে উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা মটর চালকলীগের সাধারন সম্পাদক কেএম আসাদ,যুগ্ন সম্পাদক এইচ আর ফয়সাল, মো: নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদক আবু হাসেম, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মো: রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আ: রব, মনির হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন লিটন, সমাজ কল্যান সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক রোমান, সহ-দপ্তর নাসির উদ্দিন, বন্দর থানা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা করিম উল্লাহ, সোনারগাঁ থানা আহ্বায়ক মো: আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় জামায়াতের ডাকা এই অবৈধ হরতালের প্রতিবাদ করে বক্তারা বলেন, স্বাধীনতার দোসর, রাজাকার আলবদরদের ফাঁসিতে দেশ আজ কলংকমুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। মটর শ্রমীকরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ‘ঘোষিত ভিশন ২০২১’ বাস্তবায়নে কাজ করছে।
এ সময় তারা দ্রুত নিজামির ফাঁসি কার্যকরের দাবি জানিয়ে সকল মানবতা বিরোধী অপরাধীদের বিচারের আওতায় এনে দ্রুত তাদের বিচারকার্য সম্পাদনের দাবি জানান।
প্রসঙ্গত, ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দন্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলাম রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।