নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানেলপাড় এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা মশার কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে কারখানাটির কমপক্ষে ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত ৪টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ডেমরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে।
জানা গেছে, মৌচাক ক্যানেলপাড় এলাকায় তোফাজ্জল হোসেনের মালিকানাধী সামী কেমিক্যাল নামক এপেক্স মশাল কয়েল তৈরি কারখানায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে আগুন লেগে যায়। আগুনে তৈরি কায়েলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবি করছে।
স্থানয়ী সূত্রে জানা গেছে,এ কারখানাটি অবৈধ ভাবে গড়ে তুলা হয়েছে। ঘনবসতি এলাকায় অপরিকল্পিত ভাবে অবৈধ কারখানায় চোরাই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দিয়ে চালানো হচ্ছে। সরকারি অনুমোদনহীন জনস্বাস্থ্যের ক্ষতিকারক কয়েল কারখানার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন না করায় কারাখানা মালিকরা বেপরোয়া হয়ে উঠেছে। থানা এলাকায় অসংখ্য অবৈধ কয়েল করখানা রয়েছে। এসব কারখানায় প্রতিনিয়তই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।