বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ২ মাদকসেবীকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৭ আগষ্টা) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) নাহিদা বারিক এর আদালত তাদেরকে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো নাসিক ৪ নং ওয়ার্ড আজিবপুর এলাকার মোতালেবের ছেলে বিল্লাল হোসেন (২৮) ও ১ নং ওয়ার্ড মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকার আবদুল আলির ছেলে আল-আমিন (২৫)।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজ্জামান সঙ্গীয় ফোর্স শনিবার (৬ আগষ্ট) সন্ধায় উত্তর আজিবপুর এলাকা থেকে ১ পুড়িয়া গাঁজাসহ বিল্লাল হোসেনকে ও একই রাতে এসআই আমিনুল ইসলাম মিজমিজি পাইনাদী এলাকা থেকে ১ পুড়িয়া গাঁজাসহ আল-আমিনকে গ্রেফতার করে। তাদেরকে রবিবার দুপুরে এসিল্যান্ড কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।