বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দারোগা, দুই পুলিশ কনস্টেবল ও সোর্স ডাকাত রাসেল ডেমরার পশ্চিম সানারপাড় চৌরাস্তার জুলহাসের বাড়িতে ঢুকে মারধর করে ৮০ হাজার টাকা ও দুটি মোবাইল লুটে নেয়। জুলহাস (৪৫) মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। সোমবার রাত ১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাড়াটিয়া রাসেল (২০), জুলহাসের স্ত্রী নার্গিস আক্তার (৪০) ও ভাড়াটিয়া আব্দুর রশিদকে মারধর করা হয়। ঘটনায় জুলহাসের অবস্থা আশঙ্কাজনক।
জানতে চাইলে ডেমরা জোনের এএসপি ইফতেখার বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ সাত্তার মিয়া বলেন, পুলিশ সদস্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) সরফুদ্দিন বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান বলেন, যাদের সাথে ঘটনা ঘটেছে তাদের সাথে আমি কথা বলেছি। ভিডিও দেখেছি। পুলিশ সদস্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।