বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে সুমিলপাড়ায় নূরে মদিনা দাখিল মাদ্রাস প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নূরে মদিনা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মতিউর রহমান মতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুঃ সরাফত উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল মোল্লা, যুগ্ন সম্পাদক বাবু কালীপদ মল্লিক,গোদনাইলের বাগপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী আকবর, আদমজী কবরস্থান কমপ্লেক্স মাদ্রাসা এবং সোনামিয়া মসজিদের খতিব মুফতি আঃ আজিজ,, এসও রোড বাসষ্ট্যান্ড মসজিদের খতিব মোঃ নূরুল ইসলাম বিক্রমপুরী,, বিহারী ক্যাম্প মসজিদের খতিব হাবিবুর রহমান আল কাদরী , মোহর আলী সর্দারবাজার মসজিদের খতিব মনিরুজ্জমান সিলেটি, বায়তুস সুজুদ মসজিদের খতিব মাওলানা মোঃ শামসুল হকসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচলনা করেন নূরে মদিনা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মু, সরাফত উল্লাহ বলেন, গনতান্ত্রিক দেশ আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। ঢাকার গুলশানের আর্টিসান বেকারী ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামায়াতসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা এবং নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন বলেন ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যাকে জিহাদ বলেনা। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে এবং তাদের ইন্ধনদাতাদেরকেও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে মুখোশ উম্মোচন করে আইনের আওতায় আনার দাবি জানান সরকারের কাছে তিনি। সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর মতি বলেন, দেশ আজ উন্নয়নের দিকে দ্রুত এগিযে চলছে। দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে, দেশকে অস্থিতিশীল করতে একের পর এক সন্ত্রাসী হামলা করে নৃশংসভাবে মানুষ হত্যা করা হচ্ছে। জঙ্গিবাদ উগ্রবাদ এর বিরুদ্ধে সরকার যেমন কঠোর অবস্থানে রয়েছে তেমনি আমাদেরকেও সজাগ দৃষ্টি রাখতে হবে, কারন জঙ্গিরা ইসলামের নামে দেশী বিদেশী নাগরিককে নৃশংসভাবে হত্যা করছে দেশকে অস্থিতিশীল করতে গভীয় চক্রান্ত করছে। মানুষরুপী জঙ্গি এই রাক্ষসরা হাজার বছরের ইসলামের রীতি নীতি ,আচার ও অনুষ্ঠান বিশ্বাস করেনা, এরা আসলে ইসলাম বিরোধী, এরা ধর্মবিরোধী, এরা নরপিচাশ, এরা রাক্ষস। মতিউর রহমান মতি আরও বলেছেন, জঙ্গিবাদ ইসলামের আদর্শ হতে পারেনা। প্রকৃতপক্ষে জঙ্গিরা ইসলামের বিপরীতে চলছে। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিহত করার মাধ্যমে সন্ত্রাসীদের শিকড় বড় হওয়ার আগেই তা সমূলে উৎপাটন করতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে নিজ নিজ এলাকায় পাড়া-মহল্লায় আমাদের সংগঠিত হয়ে প্রশাসনের পাশাপশি আমাদেরকেও জোরালো ভূমিকা রাখতে হবে। আমাদের সকলের সন্তানদের প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখতে হবে, সন্তানরা যাতে ভুল পথে না যায় সেদিকে ও নজর রাখতে হবে, কারন তারাই আমাদের ভবিষ্যত।