নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী শাহজাহান সাজুর ৩ সহযোগীদের দেশী অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ শুক্রবার ভোরে গোদনাইল চিত্তরঞ্জন কটন মিলের সিকিউরিটি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাজু পালিয়ে যায় বলে আটকরা জানায়। আটকরা হলো, গোদনাইল শান্তি নগর এলাকার আঃ মোতালেব মোল্ল¬ার ছেলে সস্ত্রাসী হাবিবুর বাশার (৩২), চৌধুরীবাড়ি এলাকার শহিদুল্ল¬াহর ছেলে রিপন মিয়া (২৩) ও আরামবাগ এলাকার রহিমের ছেলে শাহজাহান (২৩)। এ সময় পুলিশ সাজুর আস্তানা থেকে ১টি রামদা, ১টি চাপাটি ও ১টি ছোড়া উদ্ধার করে। পুলিশ আটক ৩জনসহ শাহজাহান সাজরু নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে। মামলা নং ১৭।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, শাহজাহান সাজু চিত্তরঞ্জন কটন মিলের সিকিউরিটি কোয়ার্টার দখল করে সন্ত্রাসী আস্তানা গড়ে তুলে গোদনাইল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। সন্ত্রাসী কর্মকান্ডের জন্য ওই জায়গায় দেশীয় অস্ত্র নিয়ে কতিপয় সন্ত্রাসী সংঘবদ্ধ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।