নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার চিহ্নিত কুখ্যাত ডাকাত ও হত্যাসহ একাধিক মামলার আসামী নাদিরুজ্জামান ওরফে নাদিরা (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১১ টায় এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মধ্য সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে নাদিরা ডাকাতকে গ্রেফতার করে। ধৃত নাদিরা ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। এর আগেও সে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সানারপাড় এলাকার আতঙ্কের নাম নাদিরা। সে ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। নাদিরাসহ সঙ্গবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরেই এলাকায় ছিনতাই ডাকাতি করছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জামাল নামে ১ ফল ব্যবসায়ী খুনের ঘটনাও ঘটেছে। এছাড়াও আরো বহু লোককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। নাদিরাসহ একাধিক ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। কিন্তু কিছুদিন জেলহাজত বাস করে জামিনে বের হয়ে তারা আবার ছিনতাই ডাকাতি করছে। তাই ওই চক্রের সকল সদস্যকে গ্রেফতার করার দাবি জানিয়েছে স্থানীয়রা। ধৃত নাদিরাকে গত ৩১/৩/১৬ তারিখে দায়ের করা একটি ডাকাতি মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।