নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রকাশ্যে দিনে দুপুরের কয়েক লাখ টাকার রং মেশিন ও ওয়েল্ডিং মেশিন ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাসিক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধানর সম্পাদক সুলতান আহমেদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জ সানাড়পাড় লন্ডল মার্কেট স্কুল রোড এলাকায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগে নাসিক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধানর সম্পাদক সুলতার আহমেদ উল্লে¬খ করেন, নাসিক ৩নং ওয়ার্ড সানারপাড় এলাকার মৃতঃ কফিল উদ্দিন লিটনের ছেলে ফারুক ও পকেট মার শাজাহানের ছেলে সজিবসহ অজ্ঞাত নামা ৪/৫ জন মিলে আমার ভাড়া বাড়ি থেকে কয়েকটি রং মেশিন ও ওয়েল্ডিং মেশিন ভ্যান গাড়ি করে আমার বাড়িতে আনার সময় সানারপার লন্ডল মার্কেট স্কুল রোড পৌছাইলে উক্ত ছিনতাইদল ভ্যানগাড়ি ও মালামাল ছিনতাই করে। এ ঘটনায় এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গগন ফারুকের বাড়িতে গেলে ফারুক তাদের সাথে অসুবনিয় আচারন করে।
এ ব্যাপারে অভিযোগকারী সুলতান আহমেদ জানান, আমাকে সমাজের হেয় ও থানা পুলিশ দিয়ে হয়রানি করা উদ্যের্শে ফারুক নিজে ছিনতাই করে কৌশলে মামলা দিয়ে হেনস্থ করার পায়তারা করেছিল। আমি বিষয়টি থানা পুলিশ ও এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গদের অবগত করেছি।
তিনি আরো বলেন ফারুক এক জন্য দূধর্ষ অপরাধি। তার বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। সে নিজ স্বার্থে যে কাউকে ফাঁসাতে বিভিন্ন ফন্দি করে। তাই এলাকাবাসীর পক্ষে থেকে আইনশৃংখলা বাহিনীর কাছে অনুরোধ ফারুকের বিভিন্ন কর্মকান্ডের বিষয় তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিয়ে এলাকাবাসীকে তার অত্যাচারের হাত থেকে রক্ষা করা হউক।