নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪ ৎ
জনতা কর্তৃক আটকের পর সিদ্দিরগঞ্জ থানার পুলিশের কাছে সোপর্দকরা চাঁদাবাজ চক্রের হোতা ও ছিনতাইকারী সোহেল রানা কে দ্রুতবিচার ২০০০ সংশোধনী আইন ১৪ এর ৪ (১১) ৫ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ ।
সোমবার দুপুরে সিদ্দিরগঞ্জ থানার পুলিশ চাঁদাবাজ চক্রের হোতা ও ছিনতাইকারী সোহেল রানা কে বিজ্ঞ চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেটের আদালতে চালান করে। সিদ্দিরগঞ্জ থানার এস আই ওমর ফারুক স্বাক্ষরিত ও আদালতে দাখিলকৃত অভিযোগ পত্রে উল্লেখ আসামী সোহেল রানা (২৫) পিতা : মৃত : শহিদুল্লাহ্ সাংমুক্তি নগর রসুলবাগ থানা সিদ্দিরগঞ্জ , নারায়ণগঞ্জ কে গত শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টার দিকে শিমরাইল চিটাগাং রোডস্থ দূরন্ত কাউন্টারের সামনে থেকে ছিনতাইয়ের টাকা সহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে , ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে পেশাদার চাঁদাবাজ ও ছিনতাইকারী সোহেল রানা কে আটক করে থানায় নিয়ে আসে।এঘটনার পরিপ্রেক্ষিতে দুরন্ত পরিবহনের মালিক সমিতির পক্ষ থেকে রমজান হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে উল্লেখ করা হয় আটককৃত আসামী সোহেল রানা দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে র্দীঘদিন যাবৎ দুরন্ত পরিবহনের কাউন্টার থেকে চাঁদা দাবী করে আসছিলো। দাবীকৃত টাকা না দেয়ায় বিভিন্ন সময় আমদের দূরন্ত পরিবহনের যাত্রীবাহী বিভিন্ন গাড়ি থানার বিদুৎ অফিস , চিটাগাং রোড ও বন বিভাগের সামনে আটককরে চালক ও কন্টাকটর সহ হেলপার কে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুটে নেয় । এসব ঘটনা যখন ঘটছে তখন চিটাগাং রোড এলাকার বিভিন্ন মানুষ দিয়ে তাকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় । ঘটনার দিন সন্ধ্যা প্রায় সাড়ে ৭ টার দিকে রানা তার তিন চার জন সহযোগী নিয়ে শিমরাইল কাউন্টারে এসে গাড়ী চালক জুয়েলের কাছে ২হাজার টাকা চাঁদা দাবী করে । ড্রাইভার জুয়েল দাবী পূরণে অপরাগতা প্রকাশ করলে চাঁদাবাজ নানা ও তার সহযোগীরা মিলে জুয়েল কে মারধর করে তার হাতে থাকা সারাদিনের আয়ের টাকা ছিনিয়ে নেয় এবং চলে যাওয়া সময় জুয়েল চিৎকারদিলে জনতার সহযোগীতায় দুরন্ত পরিবহনের মালিকরা ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করার জন্য ধাওয়া করে এসময় অন্যান্নরা পালিয়ে যেতে সক্ষম হলেও রানা ছিনতাইকৃত সাড়ে ৪ হাজার টাকা সহ আটক হয় পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাকে।