বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেন, সিটি বাসীর উন্নয়নের স্বার্থে কারো আপোষ করবনা। উন্নয়নের জন্য বিগত দিলে অনেক চড়াই উৎরাই পার করেছি। জননেত্রী মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদশের উন্নয়নের জন্য কোন অপশক্তির কাছে মাথা নত করেনি। আমিও সিটি বাসীর উন্নয়নের জন্য কোন অপোষ করবোনা। আমার শক্তি উন্নয়ন । আমার সাহস উন্নয়ন। মঙ্গলবার সকাল সোয়া ৯টায় ৮নং ওয়াডের্র পাঠানটুলি আইলপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গন সংযোগকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রতীকী নৌকা ও ফুলের তোরা দিয়ে স্বাগত জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সহসভাপতি সাদেকুর রহমান, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বারি সাহেব, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার মো.জুলহাস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা মজিবুর সাউদ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সদস্য বর্তমান ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি কাজি ওয়াহিদ আলম, আব্দুল্লাহ আল জোবায়েদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে তিনি আইলপাড়া, কুমিল্লাপট্টি, এনায়েতনগর, বউবাজার, তাঁতখানা, সৈয়দপাড়া, ২নং ঢাকেশ্বরি, বাড়ইপাড়া, ধনকুন্ডা এলাকায় পায়ে হেটে গণসংযোগ করেন।
তিনি আরো বলেন, নৌকার সম্মাণ রাখতে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাই মা বোনদের কাছে নৌকা প্রতীকের ভোট দাবি করছি।
এদিকে, গণসংযোগের সময় এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে শত শত নারী ভোটাররা বিগত সিটি কর্পোরেশনের সময়ে আইভির কাজের প্রশংসা করে এবং ভবিষ্যতে আরো উন্নয়নের দাবী জানান। পরে সকাল সাড়ে ১০টায় ৮নং ওয়ার্ডে এনায়েতনগরে ফকীর হাছান আলীর মাজার জিয়ারত করেন আইভী।