নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দরের স্বনামধন্য বিদ্যাপীঠ সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের কিশোর বরণ ও ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি তথা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের। বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মাহামুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দাতা সদস্য জিতু শিকদার,ম্যানেজিং কমিটির সদস্য পিয়ার জাহান কমল,মোঃ সালাউদ্দিন,ফারুক চৌধুরী,নারায়নগঞ্জ সিটি করপোরেশন ২১নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান সরকার,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিক,মোঃ দুলাল,মোঃ রজ্জব,সামিমা আক্তার,মোঃ আক্তার হোসেন প্রমুখ। পরিশেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা মাহাবুবুর রহমান। এবারের পরীক্ষায় ৪৬জন ছাত্র ও ৩১ জন ছাত্রীসহ সর্বমোট ৭৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।