বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের মহাসড়কসহ সকল সড়কে সিএনজি অটোরিকশা চলাচলের দাবি জানিয়েছে চালকরা। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন তারা। এতে ৩ কিলোমিটার সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে মহাসড়কের মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হন সিএনজি অটোরিকশা চালকরা।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক ও চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
সকল মহাসড়কে সিএনজি অটোরিকশা চলতে দিতে হবে জানিয়ে চালকরা বলেন তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, সিএনজি অটোরিকশার চালকরা ১০ মিনিট চিটাগাংরোড নেমেছিলেন। পরবর্তীতে তারা এখন কাঁচপুর চলে যায়। আমাদের এখানে এখন কোন যানজট নেই।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তারা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কথা বলছি তাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি সড়ক থেকে তাদের সরিয়ে দিতে।