স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা, বাবা, দু’ভাই ও চাচাতো বোনকে কুমিল্লার সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সিআইডির কুমিল্লা-নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান জানান, শনিবার কুমিল্লা সেনানিবাসে তনুর মরদেহ পড়ে থাকার স্থানটি পরিদর্শন শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
এর আগে ঘটনাস্থলের পাশের গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তারা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ জানান, শনিবার বিকাল সোয়া ৩টায় জিজ্ঞাসাবাদের জন্য তনুর পরিবারকে কুমিল্লা সিআইডি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি জানান, এ মামলায় এখন পর্যন্ত তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সিআইডি এ বিষয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করা হয়।