বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রাথমিক ভাবে ২৮কোটি টাকা ব্যায়ে ১২ বিঘা জমির উপর নির্মিত হতে যাচ্ছে আন্তজেলা বাস টার্মিনাল। ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এই টামিনাল প্রাথমিক ভাবে আগামী ফেব্রুয়ারী মাসের মধ্যে বাস চলাচলের উপযোগি করে গড়ে তোলা হবে। মঙ্গলবার সকালে আন্ত:জেলা বাস টার্মিনালেটলের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিন সিটি কপোরেশনপর মেয়র শেখ ফজলে নুর তাপস। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিআহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও সড়ক ও জনপথের নিবার্হী প্রকৌশলী শাহানা ফেরদৌসি, দক্ষিন সিটি কর্পোরেশবপর প্রধান নিবাহী কর্মকতাসহ অনেকে।
মেয়র শেখ ফজলে নুর তাপস বলেন, ১৯৮৪ সালে সায়দাবাদ বাস টার্মানিল নির্মানের পর আর কেউ ঢাকায় বাস টামিনাল নির্মান করার উদ্দ্যেগ গ্রহন করেনি। যে কারনে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃংখলা নেই।নগর পরিবহন ব্যবস্থায় শৃংখলা ফিরিয়ে আনতেই ঢাকা বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মান করা হচ্ছে। তিনি বলেন, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল থেকে চগ্রগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার গনপরিবহন চলাচল করবে। এটি নির্মিত হলে ঢাকা সায়দাবাদ বাদ টার্মিনাল থেকে নগর পরিবহন সেবায় নিয়োজিত বাস শুধু চলাচল করবে। ঢকায় যাত্রীরা যাতে নিরাপদে কাচঁপুর বাস টার্মিনালে এসে দুরপাল্লার বাসে সহজে আসতে পারে সেজন্য নগর পরিবহনের বাস সায়দাব থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে। তিনিবলেন, এটি একটি যুগান্তকারি উদ্যোগ। কাচঁপুর বাস টার্মিনাল নির্মান কাজ শেষ হলে ঢাকার যানজট কবে আসবে এবংনগর পরিবহনে শৃংখলা ফিরে আসবে বলে। তিনি বলেন, রাজধানী ঢাকার বাইরে ঢাকার চারপাশে আন্তজেলা আাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মানের উদ্যেগ নিয়েছে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশন। তারই প্রথম উদ্দ্যেগ কাচঁপুরে বাস টার্মিনাল নির্মান কাজ। তিনি বলেন, আগামী ছয় মাস অথাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মান, চালক ও হেলপার কর্মআারীদের জন্য ছাউনি নির্মান করা সহ বাসটার্মনালে বাস রাখার উপযোগি করে তোলা হবে। সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির উপর সিটি কড়পোরেশনের নিজস্ব অথায়নে ২৮ কোটি টাকা ব্যয় হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, এই বাস টার্মিনালটি শুরু হলে ঢাকার যানজট কমবে এবং নারায়ণগঞ্জের এই এলাকায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা সরকার এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি এনায়েত উল্লাহ বলেন, ঢাকায় গনপরিবহনে শৃংখলা ফিরিয়ে আনতে সরকারের যে কোন উদ্দ্যেগের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
সড়ক ও জনপথ বিভাগের যে জায়গা কাচঁপুর বাস টার্মিনাল নিমিত হচ্ছে এখান থেকে চট্রগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১হাজার যাত্রবাহী বাস চলাচল করবে। এইবাসগুলো ঢাকায় বাইরে চলে আসলে ঢাকায় যানজট অনেকাংশে কমে আসবে।