খেলাধুলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে মিলিয়ন ডলার দামে বিক্রি হয়েছেন শেন ওয়াটসন। সাড়ে ৯ কোটি রুপিতে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবার সকালে বেঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের নবম আসরের এই নিলাম প্রক্রিয়া।
নিলামে মার্কি খেলোয়াড় ওয়াটসনের বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তার দাম ওঠে সাড়ে ৯ কোটি রুপি। যেখানে ‘জয়ী’ বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের সঙ্গী হলেন ওয়াটসন।
এবারের আইপিএলে যুবরাজ সিংয়ের চেয়েও বেশি বেতন পাচ্ছেন ওয়াটসন। গত আসরে ১৬ কোটি রুপিতে দিল্লি ডেয়ারডেভিলসে খেলা যুবরাজকে এ বছর ৭ কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া নিলামে মার্কি খেলোয়াড় হিসেবে প্রথমে নাম ওঠে কেভিন পিটারসেনের। সাড়ে ৩ কোটি রুপিতে প্রাক্তন এই ইংলিশ ব্যাটসম্যানকে দলে নিয়েছে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টস। এই দলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলবেন পিটারসেন।
মোট ৩৫১ জন ক্রিকেটার আইপিএলের নবম আসরের নিলামে উঠেছে। সেরা দল গড়তে লড়াইয়ে করছে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নিষিদ্ধ হওয়ায় তাদের জায়গায় এসেছে দুই নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়নস। প্রত্যেক দল সর্বোচ্চ ২৭ জন ও সর্বনিম্ন ১৬ জন করে খেলোয়াড় দলে নিতে পারবে। আর প্রত্যেক দল বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ৯ জন করে। প্রথমে ৯ জন মার্কি খেলোয়াড়ের নিলাম শুরু হয়।