বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছেন লেখকদের ক্ষুরধার লেখনির মাধ্যমে আমাদের অনেক বিজয় অর্জিত হয়েছে। স্বাধীনতার চেতনায় লেখকদের ভুমিকা ছিল অগ্রণী। সাহিত্য চর্চায় আমাদের জ্ঞানের পরিধি যেমন বাড়ে তেমনিভাবে সমাজের অনেক উন্নয়ন কর্মকান্ড সহ সমাজ সচেতনতা মূলক কাজ করা যায়। গত শুক্রবার বিকেলে মানব কল্যাণ পরিষদ আয়োজিত নারায়ণগঞ্জ পাঠানটুলীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন মিলনায়তনে আলোচনা সভা ও সাহিত্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইউসুফ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সন্ত্রাস ও মাদক নির্মূল সহ যৌন হয়রানির বিরুদ্ধে সকলকেই সোচ্চার হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন বলেন নারায়ণগঞ্জকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলতে জনগণের সার্বিক সহযোগিতায় সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব হবে। আমরা যেভাবে স্বাধীনতা ছিনিয়ে এনেছি তেমনি ভাবে কঠোর হয়ে মাদক ও সন্ত্রাস নির্মূল করবই। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক বলেন সামাজিক কাজ করতে গেলে সন্ত্রাস ও মাদক বিক্রেতাদের কবলে পড়তে হয়। তারপরও সাহসিকতার সহিত মানব কল্যাণ পরিষদ সমাজ উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখছে। বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌর সভার প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধান বলেন সমাজে সবসময় সমাজকর্মীদের হয়রানি করতে একটি গ্রুপ বরাবরই সক্রিয় থাকে। কিন্তু সমাজকর্মীরা কখনই রক্তচক্ষুকে ভয় পায়না। মুন্সীগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান বলেন মানবিকতায় এবং লেখকদের উন্নয়নে সংগঠনটি বরাবরই ভাল কাজ করছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাড়ালে সংগঠনটি আরো ভাল কাজ করতে পারবে। লৌহজং ইউনিভার্সিটি ও কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. জমির হোসেন বলেন সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। লেখকদের কল্যাণে সংগঠনটি যেভাবে কাজ করছে আশাকরি নারায়ণগঞ্জ থেকে অনেক বড় মাপের লেখক বেরিয়ে আসবে। তাহলেই দেশও জাতির কল্যাণে তারা কাজ করতে পারবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সভাপতি মোঃ বাছেদ খান, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহম্মেদ সেন্টু, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন আলম, সুরভীর ম্যানেজার মাহমুদুল হাসান। আলোচনা ও সাহিত্য পাঠ অনুষ্ঠানে লেখনির মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভুমিকা রাখায় নারায়ণগঞ্জ প্রতিদিন ডটকম এর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও কবি ও লেখক গোলাম নবী পান্নাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল হাসান, অর্থ সচিব সাইফুল ইসলাম, প্রচার ও দপ্তর সচিব জিএম মোস্তফা, সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসেন, বিজয় কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক এসএম বিজয় সহ স্বরচিত লেখা পাঠ করেন আমিনুল ইসলাম মামুন, শফিকুর রহমান নিজাম, আলাল, চঞ্চল মেহমুদ কাশেম, নাহিদ হাসান রাসেল, আলতাফ হোসেন রায়হান, পিয়ারা বেগম, আহমেদ স্বাধীন, আয়শা আক্তার, হুমায়ুন কবির, কাজী আনিসুল হক হীরা, জামান ভূইয়া, পুরুষ নির্যাতন আন্দোলনের খায়রুল ইসলাম ও অন্যান্য।