বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রমিকদের ৮ দফা দাবি না মেনে নিলে সারা দেশে লাগাতার যান চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করবেন বলে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান লং ভেহিকল পণ্যবাহী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় ফতুল্লা উপজেলার পাগলায় সমাবেশে সংগঠনের বক্তরা এ আল্টিমেটাম দেন।
সমাবেশে বাংলাদেশ আন্তঃ জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার কার্যকরী সভাপতি শেখ সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান লং ভেহিকল পণ্যবাহী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক রুস্তম আলী খান। প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান এন্ড ট্রান্সেপোর্ট এজেন্সী মালিক শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সীর সভাপতি মকবুল আহম্মেদ, চট্টগ্রামের ট্রাক কাভার্ডভ্যান চালক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, ট্রাক কাভার্ডভ্যান লং ভেহিকল পণ্যবাহী মালিক শ্রমিক সমন্বয় পরিষদের দক্ষিণ পূবাঞ্চলীয় সদস্য সচিব হাজী জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলার ৭৪ শ্রমিক সংগঠনের সমন্বয়ক গোলাম কাদির, শাহাদাৎ হোসেন সেন্টু, গোলাম কিবরিয়া সাত্তার, আজিজুল হাওলাদার প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর এক সংবাদ সম্মলনের মাধ্যমে রাজধানী ঢাকার সায়েদাবাদ ট্রাক টার্মিনাল পুর্নবাসন, ওভারলোড, বাম্পার ও লাইসেন্সের নামে চাঁদাবাজি বন্ধ সহ ৮ দফা দাবি পেশ করা হয়। এরপর ২৪ অক্টোবর মানববন্ধনের মধ্য দিয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হয়।৮ দফা দাবি না মানায় আগামীকাল ৫ নভেম্বর থেকে সারাদেশে লাগাতার ধর্মঘট কর্মসূচি ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।