বিজয় বার্তা ২৪ ডট কম
ভুলে ভরা ও সাম্প্রদায়িক ভাবাদর্শে প্রণীত পাঠ্যপুস্তক বাতিল এবং প্রণয়নকারী ব্যক্তিদের শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ১৪ জানুয়ারী ২০১৭ইং বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, প্রগতিশীল শিক্ষক ফোরামের সংগঠক আব্দুল খালেক, ছাত্রফ্রন্টের সহ-সভাপতি জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, মুন্নী সর্দার, পলাশ চন্দ্র রায়, ফয়সাল, ফয়সাল আহমেদ রাতুল, মাহাতীর মোহাম্মদ অর্ক।
নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন শাসকগোষ্ঠী ১জানুয়ারী পাঠ্যপুস্তক উৎসব করে সরকারের সফলতার ঢাক পেটাচ্ছে। অথচ এইসব পুস্তক সাম্প্রদায়িক লৈঙ্গিক বৈষম্যমূলক ও ভুলে ভরা। রণেশ দাস গুপ্ত, হুমায়ুন আজাদ, সত্যেন সেন এর মত প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেয়া হয়েছে। কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে কবিতা বিকৃত করা হয়েছে। বিরামচিহ্ন ব্যবহার জ্ঞান অনুপস্থিত, শাব্দিক ভুল চোখে পরার মত। বইয়ের পেছনের কভার পেজে আগে যেখানে উপদেশমূলক লেখা থাকতো সেখানে বর্তমান পাঠ্যপুস্তকে প্রধানমন্ত্রীর ছবি ও স্তুতিমূলক বাক্য দলীয়করনের ন্যাক্কার জনক দৃষ্টান্ত তৈরী করেছে। নেতৃবৃন্দ বলেন এদেশ বহু আন্দোলন সংগ্রামে গড়ে ওঠা সকল ধর্ম-বর্ণ-ভাষা ও নৃতাত্বিক বৈশিষ্টের মানুষের দেশ। মুক্তিযুদ্ধের আকাঙ্খা ছিল সবার মর্যাদা ও সম্মান নিয়ে বেঁচে থাকার দেশ হবে বাংলাদেশ। শিক্ষা হচ্ছে সেই স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার অন্যতম বাহন। কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে প্রণীত, লৈঙ্গিক বৈষম্যমূলক, প্রগতিশীল মুক্তমনা লেখকদের লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক বিষয় যুক্ত করে কোমলমতি শিশুদের সাম্প্রদায়িক বৈষম্যমূলক মনন জগৎ তৈরী করতে চায়। যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত। এটি জামায়াত হেফাজতের সাথে সরকারের আঁতাতের ফল। সরকার একদিকে নিজেকে জঙ্গীবাদবিরোধী বলে প্রচার দিচ্ছে আরেক দিকে জঙ্গীর তৈরীর মননজগৎ তৈরী করছে। এই ষড়যন্ত্র রুখে না দাড়ালে এদেশের সাংস্কৃতিক ঐক্য বিনষ্ট হবে। তাই সকল প্রগতিশীল মুক্তমনা মানুষদের ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ পাঠ্যপুস্তকে সকল ভুল ও অসংগতি দূর করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।