বিজয় বার্তা ২৪ ডট কম
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” শীর্ষক মানববন্ধন মেট্রোহল সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রব্রর্তী।
মানববন্ধনে বক্তারা- আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়। নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। বক্তব্য প্রদান করেন জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন। তাছাড়া মানববন্ধনে জেলা ও পাড়ার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।