বিজয় বার্তা ২৪ ডট কম
ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে মোহাম্মদ উল্লাহ নাঈম নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানাধীন রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালত শুনানি শেষে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গ্রেফতার মোহাম্মদ উল্লাহ নাঈম (২১) কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা জাওয়ার গ্রামের মোঃ মুসা হাসানের ছেলে। সে রূপসীর একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছে।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চোধুরী জানান, নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নাঈমকে সনাক্ত পূর্বক তাকে গ্রেফতার করেন। সে হেফাজতের একজন কর্মী সমর্থক। মিথ্যা তথ্য ফেসবুক ছড়িয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্ঠা করেন সে। সোনারগায়ের মামুনুল হক ইস্যুর ঘটনায় তার জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। তাই তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।