বিজয় বার্তা ২৪ ডট কম
কোভিড ১৯ (করোনা ভাইরাস) এর ছোবল থেকে মানুষ কে বাচাঁতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নাঃগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদা বারিক । করোনা ভাইরাস সম্পর্কে সচেতন মূলক কর্মকান্ড, লক ডাউন কার্যকর, অসহায়, কর্মহীন, ঘর বন্দী মানুষ কে খাদ্য সামগ্রী প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হওয়ার পরে এবার হাট বাজারে মানুষের সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছেন তিনি। শুক্রবার দিন ব্যাপী সদর উপজেলার বেশ কয়েকটি কাচাঁ বাজার সাময়িক ভাবে স্হানান্তর করেন যাতে মানুষ নিরাপদ দূরুত্ব বজায় রেখে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেন, সুত্রে জানা গেছে যে, এদিন ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ভূঁইঘর কাচা বাজারটি কে হাজী পান্ডে আলী হাই স্কুল মাঠে, দেলপাড়া কাচা বাজারটি দেলপাড়া খেলার মাঠে, শাহীবাজার কাচা বাজারটি স্হানীয় অক্সফোর্ড ইন্টাঃ স্কুলের সামনে, পাগলা বাজারটি কে স্হানীয় মেম্বার ও বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সহযোগিতায় নিকটবর্তী বড় রাস্তার খালি জায়গায়, পাগলা বউ বাজার কাচা বাজারটি পাশ্ববর্তী রেল লাইনের খালি জায়গায় সাময়িক ভাবে স্হানান্তর করা হয়েছে। সুত্রে আরো জানা গেছে যে সাময়িক ভাবে স্হানান্তর করা এই বাজার গুলোর প্রতিটি দোকান কমপক্ষে ৬- ১২ ফুট দুরুত্বে বসানোর ব্যবস্হা করা হয়েছে । নাঃগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নাহিদা বারিক জানায়, করোনা ভাইরাসের প্রভাব দীর্ঘ মেয়াদী হতে পারে এ কারনে সারা বিশ্ব আগামীতে খাদ্য সংকটে পড়তেও পারে এমন আশংস্কায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন এ দেশের ১ ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, প্রয়োজনে কৃষকদের বিনা মূল্যে শাক -সবজি সহ নানা ধরনের খাদ্য শস্যের বীজ প্রদানের ব্যবস্হা করা হবে । উল্লেখ্য যে ফতুল্লা থানার ধর্মগঞ্জ, দেলপাড়া, ভূইঁঘর, পাগলা, ফতুল্লা বাজার টি নিরাপদ দূরুত্ব বজায় রেখে অস্হায়ী ভাবে স্হানান্তর করা হয়েছে । গত ১ সপ্তাহ আগে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে ফতুল্লার কাচাঁ বাজার টি স্হানান্তর করা হয়েছে। নাহিদা বারিক আরো বলেন এ উপজেলার সকলের সহযোগিতা পেলে অবশ্যই এ উপজেলাকে আমরা করোনা মুক্ত এলাকা হিসাবে ঘোষনা করতে পারবো।