স্টাফ রিপোর্টার:
অবশেষে শুরু হলো শর্টফিল্ম ‘‘ইসসিরে’’। তৃতীয় লিঙ্গের বাস্তবধর্মী গল্প অবলম্বনে নির্মিতব্য এ শর্টফিল্মটি’র রচনা ও চিত্রনাট্য পরিচালনায় রয়েছেন সাাব্বির আহমেদ সেন্টু। নিদের্শণার সহায়তায় থাকছেন প্রবীণ নাট্যকার ও পরিচালক মীর আনোয়ার হোসেন ও সুরকার গীতিকার ও নাট্য নির্মাতা মিলন সরকার। চিত্রগ্রহণ ও প্রযোজনা সহকারি হিসেবে থাকবেন এম আর হায়দার রানা। আগামী ১০ জুলাই বন্দরের বিভিন্ন লোকেশনে এটির চিত্রগ্রহণ করা হবে। রোববার থেকে বন্দরের শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবে এটির মহড়া শুরু হয়েছে। পরিচালক
সাব্বির আহমেদ সেন্টু ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিভি অভিনেতা তথা বন্দর থানার সাব-ইন্সপেক্টর মোঃ আবু হানিফ, মীর আনোয়ার হোসেন, মিলন সরকার, ফজর আলী লুঙ্গির মডেল সামসুল হাসান, কন্ঠশিল্পী মিতু মোর্শেদ, সাইফুল্লাহ মাহমুদ টিটু, খবির আহমেদ, মিয়া শহীদ জয় হাসান, সুরমি রায়, সুভাস প্রমুখ।