বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী ও চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নুরুল হুদার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে শহরের চাষাঢ়াস্থ হোয়াইট হাউস রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার’র সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল আজিজ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল হুদার জৈষ্ঠ্যপুত্র তানভীর হুদা শুভ , বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর বিএনপির সাবেক সহ সভাপতি মহসিন সরকার, মতলব উত্তর যুবদলের সাবেক সভাপতি মিয়া মঞ্জুর আমিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ফেরদৌস, মাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাইজুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আরিফ হোসেন জয়, আমির মোল্লা, আরমান, নাজমুল,শাহ আলী, ইমরান সহ অনেকেই ।
পরে মরহুম নুরুল হুদার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় ।