নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে সাবেক ইউপি মেম্বারসহ একই পরিবারের ৩জনকে কুপিয়ে জখম,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে আহত আলতাফের মেয়ে জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে সন্ত্রাসী বল্টু আমজাদ ও টুন্ডা মনিরসহ ৮ জনের নাম উল্লেখ করে ওই মামলাটি দায়ের করেন। যার নং ৫(৩)১৬ইং। মামলায় উল্লেখ করা হয়,দেউলি চৌরাপাড়া লাল চান সরদারের ছেলে সাবেক ইউপি মেম্বার বাচ্চু মিয়া,আলতাফ হোসেন সোমবার রাত সাড়ে ৭টায় তাদের পৈত্রিক সম্পত্তির উপর বৈদ্যুতিক খুঁটি লাগানোর সময় তাদেরই সৎভাই আমজাদ ওরফে বল্টু আমজাদ বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে বল্টু আমজাদ তার ভাই মনির ওরফে টুন্ডা মনির,ইলিয়াস এবং ছেলে হৃদয় ও আপন ইলিয়াসের ছেলে রিফাত,গোলজার হোসেনের ছেলে অপু-আকাশ ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হত্যার চেষ্টায় তাদেরকে এলোপাথড়ি কোপায়। সন্ত্রাসীদের এলোপাথাড়ি কোপাঘাতে ঘটনাস্থলেই বাচ্চু মেম্বার,তার ভাই আলতাফ ও ভাতিজা মেহেদি হাসান বাবলা গুরুতর জখম হয়। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরে তারা বাচ্চু মেম্বারের মালিকানা জুতার দোকানে হামলা ভাংচুর ও তান্ডব চালায়। এ সময় বল্টু আমজাদ গং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অন্যদিকে আশ পাশের লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উল্লেখ্য,সন্ত্রাসী বল্টু আমজাদ ও তার ভাই টুন্ডা মনির বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি,নারী নির্যাতন,দস্যূতা ও অস্ত্র আইনেসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে।