বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন এলাকায় ফুল চাষের অপার সম্ভাবনা ও সাবদী সহ আশপাশের এলাকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব এবং এর অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। যিনি একজন সফল শিল্পো উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা হিসেবে সারা বাংলাদেশে সুপরিচিত। এ ব্যাপারে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার ৩ ফেব্রুয়ারী বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকার ফুলের ক্ষেত ও ব্রহ্মপুত্র নদের পাড় এলাকা ঘুরে তিনি এমন পরিকল্পনার কথা জানান।
শুক্রবার সকালে সেলিম ওসমান বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে তার ব্যক্তিগত তহবিল থেকে নির্মাণাধীন স্কুল গুলো পরিদর্শনে যান। এ সময় তিনি কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় অবস্থিত আলহাজ্ব খোরশেদুনেচ্ছা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে মুছাপুর ইউনিয়নের শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তিনি ফুলের ক্ষেত দেখে গাড়ি থেকে নেমে পড়েন। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিনকে সাথে নিয়ে নেমে পড়েন ফুলের ক্ষেতে। এ সময় তিনি বেশ কয়েকটি ক্ষেত ঘুরে দেখেন, যেখানে গাধা ফুল থেকে শুরু করে রজনীগন্ধ্যা, সূর্যমুখী, ডালিয়া সহ নানান ফুলের চাষ করা হয়েছে। এ সময় ফুলের ক্ষেত দেখে তিনি মুগ্ধ হোন এবং ফুল চাষীদের সাথে কথা বলেন।
পরে তিনি স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সাবদী এলাকায় যারা ফুলের চাষ করছে সেই সকল চাষীদের প্রয়োজনে প্রশিক্ষনের ব্যবস্থা করতে। যাতে করে তারা আরো ভালো ও উন্নত মানের ফুল চাষ করে বাজার সৃষ্টি করতে পারে। সাবদীতে যে পরিমান ফুলের চাষ করা হয় তাতে করে ভবিষ্যতে ফুলের বাজারে সাবদী এলাকার ফুল চাষীদের অপার সম্ভাবনা রয়েছে। পরে তিনি সাবদী বাজার এলাকারে ব্র্রহ্মপুত্র নদের পাড় পরিদর্শন করেন। সেখানে তিনি একইস্থানে পাশাপাশি কালিমন্দির ও মসজিদ দেখে মুগ্ধ হোন। পাশাপাশি ওই এলাকার অপার সৌন্দর্য্য দেখে তিনি এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের কাজ করতে অনুরোধ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আবুল জাহের, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।