বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউড সেনসেশন সানি লিওনরে পরবর্তী সিনেমা ওয়ান নাইট স্ট্যান্ড। টিজার প্রকাশের পর থেকে সবার আলোচনায় সিনেমাটি। এবার প্রকাশ পেয়েছে এ সিনেমায় সানির উত্তাপ ছড়ানো ‘দো পেগ মার’ শিরোনামের একটি গান।
‘দো পেগ মার’ গানে চিরচেনা সানিকেই দেখা গেছে। একটি বারে স্বপ্ল পোশাকে গানের তালে নাচতে দেখা গেছে এ অভিনেত্রীকে। সঙ্গে ছিল তার মোহময়ী শরীরি জাদু। গানটিতে সানির পাশাপাশি দেখা গেছে তানুজ ভিরওয়ানিকে। সিনেমায় সানির বিপরীতে অভিনয় করছেন তিনি।
ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকের মাঝে সাড়া ফেলেছে গানটি। ‘দো পেগ মার’ গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কর।
ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডিসুজা। আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ‘দো পেগ মার’ গানের ভিডিও