গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
আসন্ন ৭মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের ১০৬ ভোট কেন্দ্রের সবই ঝুকিপূর্ন চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৬৮৪ ভোট কক্ষে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
জানা গেছে, উপজেলার ১০৬ কেন্দ্রের মধ্যে ৯০ কেন্দ্র অধিক ঝুকিপুর্ন ও ১৬ কেন্দ্র ঝুকিপুর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের ঝুকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিম সবসময় টহল অব্যাহত থাকবে।
সাদুল্যাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, দেশের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলা মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১শ ৪৬ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৭ হাজার ২শ ১২ জন ও মহিলা ১ লক্ষ ১১ হাজার ৯শ ৩৪ জন। সুষ্ঠ ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।