বিজয় বার্তা ২৪ ডট কম
নৌপথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, নৌ শ্রমিক কর্মচারীদের ছয় লক্ষ টাকা মৃত্যু বরণ কালীন ক্ষতিপূরণ প্রধান, গ্যাজেট অনুযায়ী বেতন ভাতা পরিশোধ ও কর্মস্থলে নিরাপত্তা সহ সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত।
সবুজ সিকদার বলেন, নৌযান শ্রমিকেরা নৌ-পথে স্বল্প খরচে অনেক কষ্টে দেশের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন করেন । কিন্তু দুঃখের বিষয় নদীপথে প্রতিনিয়ত নৌ শ্রমিকরা চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাত দ্বারা আক্রান্ত হয়ে তাদের সর্বস্ব হারাচ্ছে ও পঙ্গুত্ব বরণ করছে । কিন্তু সরকার নৌযান শ্রমিকদের নিরাপত্তার জন্য কোষ্টগার্ড ও নৌ পুলিশ সৃষ্টি করলেও তারা কোন প্রকার আমাদের নিরাপত্তা না দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে ।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ এর কিছু অসাধু দূর্নীতি বাজ কর্মকর্তা সনদপত্র দেখার নাম করে নৌপথে বেপরোয়া চাঁদাবাজি করছে । নারায়ণগঞ্জ, সদরঘাট ঢাকা নদীবন্দর ও দেশের অসংখ্য জায়গায় বার্থিং এবং ইজারার নামে চলন্ত নৌযান থেকে জোর করে শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে বেআইনী ভাবে অসংখ্য জায়গায় ২/৩ হাজার টাকা করে চাঁদাবাজি করছে । মেঘনা নদীর বৈদ্যের বাজার , চর কিশোরগঞ্জ, আনন্দ বাজার ও মৈষেরচর এলাকায় কথিত বালু মহল ইজারাদ্বারা জোর পূর্বক শ্রমিকদের নির্যাতন করে টাকা পয়সা লুটে নিচ্ছে । প্রশাসনের কাছে এই সকল বিষয়ে শ্রমিকেরা অভিযোগ করলে ও কোন প্রদখেপ নেয়নি । তিনি আরো বলেন, সরকার কর্তৃক ঘোষিত গ্যাজেট অনুযায়ী বেতন ভাতা নৌযান মালিকগন পরিশোধ করে না । মালিকগন নৌযানে পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম দেয় না । যদি কর্মস্থলে কোন নৌযান শ্রমিক মৃত্যু বরণ করে তাহলে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান । আগামী চৌদ্দ আগষ্ট এর মধ্যে প্রেসকৃত সাত দফা দাবি ও নৌপথের সকল সমস্যা সমাধান না হলে নৌপথে কর্মকত নৌ শ্রমিক কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করবে ।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল ওহেদ মাষ্টার ‘র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সিকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, নারায়ণগঞ্জ কমিটির সভাপতি সরদার আলমগীর মাষ্টার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ডেমরা থানার সভাপতি মোঃ জাকির হোসেন, মুন্সীগঞ্জ জেলার সভাপতি ফিরোজ আহমেদ, পান্না মিয়া, জালাল আহমেদ, কাউসার আহমেদ, নান্নু মিয়া, মিজান কবির হোসেন, মোঃ শাহজালাল, মোঃ সেলিম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনির হোসেন মাষ্টার, আঃ রহিম, মোঃ জুয়েল হোসেন সহ অনেকেই ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ নদী বন্দর এসে সমাপ্ত হয় ।