বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানার একটি হরতাল ও বিস্ফোরক মামলায় আজ জেলা জজ আদালতে আত্মসম্পন করেছেন নারায়নগন্জ্ঞ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাগর প্রধান।আজ সকালে বিপুল নেতাকর্মী সহ সাগর প্রধান আদালতে হাজির হলে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিন না মন্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।উল্লেখ্য যে ২০১৪ সালে সিদ্দিরগন্জ্ঞ জেলেপাড়া পুল এলাকায় মহানগর যুবদলের ব্যানারে হরতাল পালন কালে সিদ্দিরগন্জ্ঞ থানায় ২(১)১৪ ও বিশেষ ট্রাইবুনাল ২৮/২০১৫ মমামলাটি দায়ের করা হয়।ইতিপূর্বে এই মামলায় মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মমতাজউদ্দিন মন্তু ও জুয়েল প্রধান কারাভোগের পওে জামিন লাভ করেন।
সাগর প্রধানের পক্ষে আইনজীবি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম নেতা এড.বোরহানউদ্দিন সরকার,এড.শরিফুল ইসলাম শিপলু.এড.আনোয়ার প্রধান সহ অর্ধ শতাধিক আইনজীবি।
এসময় মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, মমতাজউদ্দিন মন্তু, জুয়েল প্রধান ও জুয়েল রানা সহ শতাধিক যুবদল নেতাকমী উপস্থিত ছিলেন।
সাগর প্রধানের আশু মুক্তি দাবী করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এড.তৈমূর আলম খন্দকার বলেছেন,বিএনপিকে সাংগঠনিক ভাবে হয়রানির জন্যই নেতাকর্মীদের একের পরে এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সাগর প্রধান ও ছাত্রদল নেতা শাহেদ সহ কারারুদ্ধ সকল নেতাকর্মীদের আরো মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা প্রমুখ।