বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। গতকাল রোববার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এলাকার বিভিন্ন অলিগলিতে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে অবিরাম প্রচারণা চালান।
প্রচারণায় বিপুল সাড়া পড়ে ভোটরাদের মাঝে। ভোটাররা বিপুল উৎসাহ নিয়ে নেতাদের কাছ থেকে ধানের শীষের লিফলেট গ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি ও বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মোবারক হোসেন, শাহজাহান সরকার, হাজী মনির হোসেন, মহানগর ছাত্রদল নেতা শেখ মাগফুর ইসলাম পাপন, শরিফুল ইসলাম শাফিন, রায়হান সরকার, লিংরাজ খান, হিরণ মল্লিক প্রমুখ।
প্রচারণাকালে ফজলুল হক মিলন বলেন, মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। মানুষের মতকে আরো উৎসাহ দিয়ে ভোট কেন্দ্রে নেয়ার চেষ্টা করতে হবে। নারায়ণগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনের ফলাফল পাওয়া পর্যন্ত এ জোয়ার ধরে রাখতে হবে।
তিনি বলেন, ভোটাররা ধানের শীষে ভোট দিবেন এবং ভোট যাতে সুষ্ঠু হয়; সে জন্য কেন্দ্রও পাহারা দিতে হবে। এ সময় তিনি ভোটারদের কাছে বিএনপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান।