খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন মার্ক বাউচার। সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স শিবিরে উইকেটরক্ষক কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার। এখন কলকাতার প্রধান কোচ ও স্বদেশি প্রাক্তন তারকা জ্যাক ক্যালিসের সঙ্গে কাজ করবেন তিনি।
বুধবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ রানে হারিয়েছে কলকাতা। পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে শাহরুখ খানের দল। নিজেদের সেরাটা ধরে রাখতে কোচিং স্টাফে কোনো দুর্বলতা রাখতে চাইছে না দলটি। তাই অন্যান্য বিভাগের সঙ্গে উইকেট কিপিংয়ে আরো উন্নতির জন্য কলকাতা শিবিরে নেওয়া হয় বাউচারকে।
২০১২ সাল ইংল্যান্ড সফরে অনুশীলনের সময়ে চোখে চোট পান মার্ক বাউচার। সেই চোটের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ৩৯ বছর বয়সি এই তারকা। সর্বকালের সেরা একজন উইকেটরক্ষক হিসেবে ক্যারিয়ারের ৯৯৮ ডিসমিসাল করেছেন বাউচার।
এবার উইকেটরক্ষক হিসেবে ওপেনিং ব্যাটসম্যান রবিন উথাপ্পা কলকাতার প্রথম পছন্দ। তাকে ছাড়াও নাইট রাইডার্স শিবিরে রয়েছেন শেলডন জ্যাকসন।