নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
দ্বিতীয় দফায় সোমবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ( লিংকরোড) এলাকায় উচ্ছেদের নামে নাটক করেছে । ভাঙ্গা দোকানপাট গুলো আবারও রেকার লাগিয়ে ভেঙ্গে দিয়েছে। কিন্তু এ দফায়ও সরকারী দলের একটি বিশাল টিনশেড অফিস, ও কয়েকটি দোকানপাট বহাল রয়েছে। সওজের উচ্ছেদের নামে এ তামাসা দেখে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী হাসান ইমাম ও রাসেল মৃধার নেতৃত্বে সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে গত সপ্তাহের উচ্ছেদকৃত ভাঙ্গাচোরা দোকান গুলো আবারও উচ্ছেদ করার নামে সময় ও কালক্ষেপন করে।
এ সময় প্রকৌশলী রাসেল মৃর্ধা বলেন আওয়ামীলীগের অফিসসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার টার্গেট রয়েছে আজ। কিন্তু বেলা ৩ টায় উচ্ছেদ নাটক কাজ সমাপ্ত করে উচ্ছেদকারীরা চলে যায়। ফলে অক্ষত রয়ে যায় সরকারী দলের অফিস ও মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ বাঁশ পট্টি। আওয়ামীলীগের অফিসটি নির্মাণ করেছেন কৃষকলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী একেএম শামছুদ্দিন বলেন অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে, আওয়ামীলীগের অফিসটিও উচ্ছেদ করা হবে বললেও বাস্তবে করেননি। নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ তারা করবেন না, তাছাড়া মহাসড়কের পাশে আমার অফিসটি নয়, সওজের কাছে সময় চেয়েছি অফিসটি স্থানান্তর করার জন্য।