বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৭৬ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার বেলা ১২ টায় ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, অধ্যাপক (অব.) মাইনুদ্দিন আহাম্মাদ মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মুফতি মো. মনির হোসেন ও ব্যাংকের উক্ত শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এআইবিএল ঢাকা সেন্ট্রাল ও সাউথ জোনের জোনাল হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা কর হয়। এসময় বিভিন্ন শ্রেনী- পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে।