স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংসদ সেলিম ওসমানের প্রতীকী বিচার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিচার করে তারা।
এ সময় সেলিম ওসমানের মুখোশ পরে একজন কানধরে ওঠ-বস করে উপস্থিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
কর্মসূচীর সমন্বয়ক ঢাবির এমআইএস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খাইরুল ইসলাম শুভ বলেন, ‘আমরা শ্যামল কান্তির ওপর করা অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে এরকম গুজব ছড়িয়ে একজন শিক্ষককে অপমাণ করার জন্যে সেলিম ওসমানকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শ্যামল কান্তি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এ সময় স্কুল কমিটি বাতিল করে শ্যামল কান্তিকে প্রধান শিক্ষক হিসেবে পুনরায় বহাল করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান এবং ধর্মের নামে উগ্রতাকে প্রশ্রয় না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।