নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান বলেছেন,আজকে সারাদেশে যে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে তার মূল কারণই হচ্ছে একজন ব্যাক্তি সে হচ্ছে দেলোয়ার প্রধাণ। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানকে বিতর্কিত করার নায়ক দেলোয়ার প্রধাণ। বুধবার বিকেল ৫টায় ঘারমোড়া সচেতন নাগরিক সমাজ কর্তৃক ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত তারই ধারাবাহিকতায় গত ২ মে তার গুন্ডা বাহিনী দিয়ে একজন মানুষ গড়ার কারিগর আলী আজগর মাষ্টারকে লাঞ্চিত করিয়েছে। দেলোয়ারের ওই গুন্ডা বাহিনী কেবল আলী আজগর মাষ্টারকেই লাঞ্চিত করেনি গোটা ঘারমোড়াবাসীকে লাঞ্চিত করেছে,তারা কলাগাছিয়াবাসীকেই লাঞ্চিত করেছে। এসব দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমার দৃঢ় বিশ্বাস ব্যালটের মাধ্যমে ঘারমোড়াবাসী শিক্ষককে লাঞ্চিত করার কঠিন জবাব দিবে ইনশাল্লাহ। জিএম আরমান আরো বলেন,আওয়ামীলীগাররা কারো রক্তচক্ষুকে ভয় পায়না। আওয়ামীলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শে গড়া দল। আমাদের উপর ভর করে ক্ষমতায় থেকে আমাদেরকে চক্ষু রাঙ্গানী অচিরেই এর জবাব দেয়া হবে। তাওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত (নৌকার প্রতীকধারী প্রার্থী) আলহাজ্ব জাহাঙ্গীর আলম,মোঃ কবির শাহ,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান,সহ-সভাপতি হাজী মোঃ মহিউদ্দিন সরদার মোঃ জসিমউদ্দিন মাতবর,কাজী মোঃ এসালক,বলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তারউদ্দিন মুক্তু,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগ নেতা মোঃ আব্দুস সালাম,মোঃ রহমতউল্লাহ,যুবলীগ নেতা নজরুল ইসলাম,মোঃ আমান,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন তাহেরী সিনহাসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এ সময় উপস্থিত জনতা নানা শ্লোগানে মুখরিত করে তোলেন।