বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিট’ুর মাতা রহিমা রহমান আর নেই। শুক্রবার ২৮ জুলাই রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার কাইতাখালি গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন। মৃত্যুকালে তারঁ বয়স ছিলো ৬৭ বৎসর। তাঁর চার ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। এদের মধ্যে দ্বিতীয় ছেলে সন্তান সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু।
জানা গেছে, রহিমা রহমান অনেকদিন যাবত কিডনি রোগে আক্রান্ত থাকায় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন। রাতে হঠাৎ অসুস্থ্য অনুভব করলে পরিবারের সদস্যরা হাসপাতালে নিতে চাইলে এরমধ্যেই তিনি সকলকে বিদায় জানিয়ে না ফিরার দেশে চলে যান। মৃত্যুকালে সন্তানাদি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়া সহ সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন। ২৯ জুলাই শনিবার সকাল ১০টায় নবিগঞ্জ কাইতাখালী নোয়াদ্দা এলাকাস্থ মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে নবিগঞ্জ গোরস্থানে তাকে দাফন করা হয়।