বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খবরের পাতার প্রকাশক ও সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম এর দরজার সামনে বোমা হামলায় ঘটনায় আড়াইহাজার প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়।
সোমবার বিকালে আড়াইহাজার প্রেসক্লাবের সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি হারাধন চন্দ্র দে এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ হাসান আলী, ইসমাইল হোসেন,মোঃ আসাদ মিয়া,মোঃ সামসুল হক,মোঃ জাহাঙ্গীর আলম, আঃ মান্নান, সুমন চক্রবর্তী,মোঃ সামিউল হোসেন প্রমুখ।
সাংবাদিকরা বলেন, সাংবাদিক মাসুম একজন সৎ ও অন্যায়ের প্রতিবাদকারী ব্যক্তি। তিনি যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ান।
একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী গোষ্ঠী মাহাবুবুর রহমান মাসুমের কণ্ঠ রোধ ও গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষে শনিবার রাতে তার বাড়ির দরজার সামনে এ বোমা বিস্ফোরন ঘটানো হয়েছে।
সভায় এ ন্যাক্কারজনক বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ বোমা হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে তাদের গ্রেফতার পূর্বক কঠোর বিচারের আওতায় আনার জন্য দাবী জানানো হয়।