বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাছুমের বাড়ির গেইটের সামনে বোমা বিস্ফোরনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ এক বিবৃতিতে জানান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাছুমের বাস ভবনের গেইটের সামনে বোমা বিস্ফোরনে ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। যারা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে চিহৃত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। একই সাথে নারায়ণগঞ্জের কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্ত নিশ্চিত করার জন্য প্রসাশানের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ নগরীর আলম খান লেন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাছুমের বাড়ির গেইটের সামনে শুক্রবার রাত আড়াইটায় দিকে এক দুবৃত্ত বোম রেখে আসে। এর ৬/৭ মিনট পর বিকট শব্দে বোমার বিস্ফোরন ঘটে। সিটি টিভির ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।