বিজয় বার্তা ২৪ ডট কম
সমাজকর্মী ও সাংবাদিক এম এ মান্নান ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানব বন্ধন করেছেন নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদ।
মঙ্গলবার সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা আজকাল সাংবাদিক ও সমাজকর্মীদের নানা ভাবে হামলা ও হত্যা করছে। সিদ্ধিরগঞ্জ থানার আইল পাড়ার পাঠানটুলী এলাকায় সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের উৎপাত আশংকা জনক হারে বেড়েছে। সমাজকর্মী ও সাংবাদিক এম এ মান্নান মাদক দ্রব্য ও যৌন হয়রানি প্রতিরোধে এলাকায় সামাজিক আন্দোলন করায় গত ১৮ আগস্ট রাতে অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে গুলি ও ছুড়ি দিয়ে আঘাত করে গুরুত¦র জখম করে। আশঙ্কা জনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে অস্ত্র প্রচার করে। বর্তমানে মান্নান নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খাঁনপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা দায়ের করা হলে আসামীরা মান্নান এর পরিবার ও আত্মীয় স¦জনদের হুমকি দামকি দিচ্ছে। আমরা নারায়ণগঞ্জ মানব বন্ধন পরিষদের পক্ষ থেকে এ নাক্যারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের জোড়ালো দাবি করছি।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মানব কল্যাণ পরিষদের মহাসচিব সাউদ নূর এ আল হাসান, প্রচার ও দপ্তর সচিব জি এম মোস্তফা, শিক্ষা বিষয়ক সচিব মো. নুর আলম আকন্দ, অর্থ সচিব সাইফুল ইসলাম, সদস্য খলিলুর রহমান, শওকত আলী মোহন, জসিম উদ্দিন, মো . হোসেন, মাসুদ গাজী, মো . জান্নাতুল ফেরদৌস, শ্যামল, ইমতিয়াজ ভূঁইয়া প্রমুখ।