বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও অধুনালুপ্ত অবজারভারের সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানাবিধ রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাতে নারায়ণগঞ্জের সদর উপজেলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরি ছেড়ে হাতে তুলে নেন কলম, শুরু করেন সাংবাদিকতা। কাজ করেছেন বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে।
ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। বিমান ভট্টাচার্যের প্রয়াণে শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ অন্যান্য সংগঠন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিমান ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিমান ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।