বিজয় বার্তা ২৪ ডট কম
ক্যান্সারের আক্রান্ত বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান। সাংবাদিক নয়নের উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে দুই লক্ষ টাকা দিয়েছেন অয়ন ওসমান। এছাড়াও সার্বিক সহযোগীতারও আশ্বাস নিয়েছেন তিনি। শনিবার দুপুরে নয়নের স্ত্রী’র হাতে অয়ন ওসমানের অর্থ তুলে দেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, সাখাওয়াত হোসেন সুমিত, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামন প্রমূখ।