সাংবাদিক নিবন্ধন ছাড়া সাংবাদিক হতে পারনা
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।
বিজয় বার্তা ২৪ ডেস্ক
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজিত সাংবাদিক নিবন্ধন, সাংবাদিকতার নীতিমালা , দায়িত্বশীলতা ও প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ রিপোটার্স ক্লাব এর উদ্যোগে দেশের সিনিয়র সাংবাদিক অংশ গ্রহনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি বক্তব্যে বলেন সাংবাদিক নিবন্ধন ছাড়া সাংবাদিক হতে পারনা, তাই প্রত্যেক সাংবাদিকে নিবন্ধন বাধ্যতক মূলক করিতে হবে এরং প্রশিক্ষণ নিতে হবে । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্যামল চন্দ্র কর্মকার সচিব (যুগ্ন সচিব) বাংলাদেশ প্রেস কাউন্সিল, মো. শাহ আলমগীর মহাপরিচালক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ঢাকা, মো. ওমর ফারুক মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকা । অন্যদের মধ্যে ছিলেন আইন সহয়তা কেন্দ্র উপদেষ্ঠা উই.কমান্ডার মো. ফজলুল হক, দৈনিক সন্ধ্যা বাণীর পত্রিকা সম্পাদক মো. সামসুল হুদা, দৈনিক একুশের বাণী পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামাল উদ্দিন ভূইয়া , সহ সাংবাদিক বৃন্দ । অনুষ্ঠানের শেষে ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামাল উদ্দিন ভূইয়া সহ ৫২ জন সাংবাদিকে সনদপত্র প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।