বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু সংগঠক, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান অনু আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী সহ এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে রাজধানীর মগবাজার হলিফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সি জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাদ মাগরিব ফতুল্লা শিয়াচরস্থ নুর মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এশার নামাজের পর দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ী নবীগঞ্জ কদম রসুল দরগাহ অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিজয় বার্তা ২৪ ডট কম নিউজ পোর্টাল পরিবার।