বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, এই সরকার মুখে মুখে গনতন্ত্রের কথা বলেন কিন্তু তারা ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চালাচ্ছে । এই সরকার এক সময় এদেশে বাকশাল কায়েম করেছিল। বাকশালের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল। সোমবার দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাবেশে সভাপতিত্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপমহাদেশের অন্যতম সৎ ও ভালো একজন ব্যক্তি। এদেশের রাজনৈতিক অঙ্গনে তার মত ভাল মানুষ হয় না। আমরা এই রমজান মাসে তার উপর আওয়ামী লীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, এই সরকার দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে। যতই হামলা নির্যাতন হোক না কেন আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো । একক ভাবে নির্বাচন করে কাউকে আর ক্ষমতায় আসতে দিবো না । ঈদের পর বেগম খালেদা জিয়া সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন ও এই হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবে । আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি পূর্ণ কর্মসূচি পালন করবো ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মন্টু মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মশিউর রহমান রনি সহ অনেকেই।