বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির উদ্যোগে ২৮ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় শহরের পালপাড়া, লক্ষ্মীনারায়ণ আখড়া ও দেওভোগ মোড়ে পৃথক পৃথক সমাবেশ ও মিছিল করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক রবীন্দ্র দাস, সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, শাহানারা বেগম, কৃষ্ণা ঘোষ, শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী, শহর কমিটির সদস মৈত্রী ঘোষ ও সুমাইয়া আক্তার সেতু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দরিদ্র ও শ্রমজীবি মানুষের বাঁচার অধিকার একে একে কেড়ে নেয়া হচ্ছে। সরকার মন্ত্রী, এমপি, সরকারী কর্মচারীদের বেতন দ্বিগুন বাড়িয়েছেন। কিন্তু শ্রমিকদের বেতন বাড়াননি। বেতন বৃদ্ধির জন্য দাবী করায় শ্রমিকদের উপর বর্বর আক্রমন করা হয়েছে। শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রাখা হয়েছে। শ্রমআইন পরিবর্তন করে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারগুলো একে একে কেড়ে নেয়া হচ্ছে। দরিদ্র আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। তাদের বাড়ীঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ৪জন আদিবাসীকে হত্যা করা হয়েছে। বার বার দরিদ্র আদিবাসী নারীদের ধর্ষন করা হচ্ছে। এসবের কোন বিচার নেই। শহরে বস্তি উচ্ছেদের অভিযান চলছে। কোথাও কোথাও বস্তিতে আগুন দেয়া হচ্ছে। হকার উচ্ছেদের নামে লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারা হচ্ছে। এসব দেখে মনে হয় যে দেশের শ্রমজীবি গরীব মানুষদের তারা দেশ ছাড়া করতে চায়। দেশের বেকার ও শ্রমজীবি মানুষদের ভাল কোন পথ তো তারা দেখাতে পারছে না বরং বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছে। দেশে একটা লুটেরা ধনিক গোষ্ঠী গড়ে উঠেছে। ঘুষখোর, দুর্নীতিবাজ এই লুটেরা গোষ্ঠীর স্বৈরশাসন সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে। রাষ্ট্র ও প্রশাসন এই লুটেরাদের হাতিয়ার হিসাবে কাজ করছে। গণতন্ত্রের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জোট মহাজোটের বাইরে জনগনের একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে না উঠলে সমাজ ও সভ্যতা ধ্বংস হবে। মধ্যযুগীয় বর্বরতা আবার ফিরে আসবে। বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে সকল বাম ও প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।